ঢাকাসোমবার, ৩১ মার্চ ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১

বনবিভাগের উচ্ছেদ প্রক্রিয়া বন্ধের দাবিতে ২২ জেলে পরিবারের মানববন্ধন

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১ , ০৮:২৪ পিএম


loading/img

কুয়াকাটার গঙ্গামতি সাগরপাড়ের বেলাভূমে বসবাসরত ২২ জেলে পরিবারের সদস্যরা বনবিভাগের উচ্ছেদ প্রক্রিয়া বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুরে গঙ্গামতির চরের দুর্গম এলাকায় এ মানববন্ধন করা হয়।

বিজ্ঞাপন

দরিদ্র জেলেদের দাবি, তারা বাপ-দাদার আমল থেকে খড়কুটোর ছাউনি দিয়ে অনেক কষ্টে  বনের পাশেই বসবাস করে আসছেন। গত ২১ সেপ্টেম্বর সকালে বনবিভাগের গঙ্গামতির বিট অফিসার মোশাররফ হোসেনের নেতৃত্বে অর্ধশতাধিক মানুষ অতর্কিতে তাদের ঘরদুয়ার ভাঙতে শুরু করে। বাধা দিলে তাদের মারধর করা হয়। চালচুলা পর্যন্ত ভাঙচুর করা হয়েছে। হুমকি দেওয়া হয়েছে বাসাবাড়ি ছেড়ে না গেলে আগুনে পুড়িয়ে ফেলার। বর্তমানে এসব পরিবারের সদস্যরা আছেন চরম আতঙ্কে। এমনকি মহিপুর থানায় তাদের ২২ পরিবারের ৪০ সদস্যের নামে অভিযোগ দেওয়া হয়েছে। জেলে পরিবারের সদস্যদের দাবি, আগে তাদের পুনর্বাসন করা হোক।  বনবিভাগের এমন হয়রানি বন্ধেরও দাবি জানান তারা।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জেলে মো. সালাম মুসল্লী, ফারুক মুসল্লী, শহিদুল ইসলাম, শাহবুদ্দিন ও ইলিয়াস প্রমুখ। বর্তমানে এ ২২ পরিবারের প্রায় ১০০ সদস্য চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন।

বিজ্ঞাপন

বনবিভাগের গঙ্গামতির বিটঅফিসার মো. মোশাররফ হোসেন এ প্রসঙ্গে বলেন, বনের জায়গায় অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়েছে। ভাঙচুর ও হামলার দাবি সম্পূর্ণ মিথ্যা।

এমএন/টিআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |