ঢাকারোববার, ৩০ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১

রাস্তার পাশে পড়ে ছিল দুই মরদেহ

নরসিংদী সংবাদদাতা, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৩ ফেব্রুয়ারি ২০২২ , ০১:৪৮ পিএম


loading/img
নরসিংদীর শিবপুর

নরসিংদীর শিবপুর থেকে অজ্ঞাতনামা দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ঢাকা সিলেট মহাসড়কে শ্রীফুলিয়া বাসস্ট্যান্ডের পাশের একটি ঝোপ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। 

বিজ্ঞাপন

আরটিভি নিউজকে বিষয়টি নিশ্চিত করেছনে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন মিয়া।

পুলিশ ও স্থানীয়রা আরটিভি নিউজকে জানিয়েছেন, বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয়রা মহাসড়কের পাশের একটি ঝোপে রক্তাক্ত অবস্থায় সাদা বস্তা পড়ে থাকতে দেখে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেন। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছেন অজ্ঞাতনামা স্থান থেকে হত্যার পর মরদেহ দুইটি গুম করতে এখানে ফেলে রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ছাড়া পরিচয় নিশ্চিত করতে স্বজনদের খোঁজ করছে পুলিশ।

বিজ্ঞাপন

এমআই /এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |