ঢাকাবুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

রাজনগরের সাবরেজিস্ট্রার অফিস স্থানান্তরের দাবিতে মানববন্ধন

মৌলভীবাজার প্রতিনিধি : আরটিভি নিউজ

সোমবার, ১৪ ফেব্রুয়ারি ২০২২ , ০৫:৫৬ পিএম


loading/img

মৌলভীবাজারের রাজনগর এলাকার পুরাতন জরাজীর্ণ সাবরেজিস্ট্রার অফিস বর্তমান জায়গা থেকে স্থানান্তরের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন সেখানকার সচেতন নাগরিকবৃন্দ।

বিজ্ঞাপন

১৩ ফেব্রুয়ারি মৌলভীবাজার-কুলাউড়া সড়কের রাজনগর কলেজ পয়েন্টে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন সাবরেজিস্ট্রি অফিস স্থানান্তরের পক্ষে অবস্থানকারী নাগরিকরা। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সাজ্জাদুর রহমান, শফিউল বাসার স্বজন, মোহাম্মদ রোমান, রুহুল আমিনসহ অন্যরা।

বর্তমানে রাজনগর উপজেলা পরিষদ এলাকায় অবস্থান করছে পুরাতন জরাজীর্ণ মৌলভীবাজারের রাজনগর সাবরেজিস্ট্রার অফিস। যেকোনো সময় বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে ভবনটিতে। নড়বড়ে অবস্থার ভবনটিতে এখনও জীবনের ঝুঁকি নিয়েই চলছে সেবা কার্যক্রম। ভবনের সার্বিক দৈন্যদশা বিবেচনায় সাবরেজিস্ট্রার অফিস রাজনগর উপজেলা পরিষদ এলাকা থেকে রাজনগর কলেজ পয়েন্ট এলাকায় স্থানান্তরের সিদ্ধান্ত নেয় নিবন্ধন অধিদপ্তর। সরকারের এমন সিদ্ধান্তে খুশি হয়ে ওঠেন সেবা গ্রহীতাসহ এলাকাবাসী। কিন্তু এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন কিছু ব্যবসায়ী ও দলিল লেখক। তাদের বিরোধিতার নিন্দা জানিয়েই সাবরেজিস্ট্রার কার্যালয় স্থানান্তরে সরকারি নির্দেশ বাস্তবায়নের দাবিতে অনুষ্ঠিত হয় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ।

বিজ্ঞাপন

রাজনগরের বিশিষ্ট ব্যবসায়ী সাজ্জাদুর রহমান বলেন, জনগুরুত্বপূর্ণ সরকারি রেকর্ড সংরক্ষণের স্বার্থে অফিসটি স্থানান্তর করা প্রয়োজন। বর্তমান রেজিস্ট্রি অফিস ভবনটিতে সেবা গ্রহীতা, দলিল লেখক কিংবা অফিস স্টাফদের জন্য পর্যাপ্ত জায়গা না থাকায় দলিল রেজিস্ট্রি করতে গিয়ে ভিড়ের মধ্যে দুর্ভোগ পোহাতে হয়। এ ছাড়াও অফিসে কোনো শৌচাগারের ব্যবস্থা নেই। পুরাতন জরাজীর্ণ ও স্যাঁতসেঁতে কোর্ট ভবনের বিভিন্ন স্থানে ফাটলও দেখা দিয়েছে। ফলে সকলের জন্য অফিসটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ভবনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় ইতোমধ্যেই উপজেলা ভূমি ও সেটেলমেন্ট অফিস এটি উপজেলার অন্যত্র স্থানান্তর করার সিদ্ধান্ত নেওয়া নিয়েছে। নিবন্ধন অধিদপ্তর থেকে ১৯ জানুয়ারি ২০২২ইং তারিখে চুক্তিপত্র অনুসারে ভাড়া ভবনে অফিস স্থানান্তরের জন্য সরকারি আদেশ প্রদান করা হয়েছে। কিন্তু রাজনগর বাজারের কিছু স্বার্থান্বেষী ব্যক্তি এই স্থানান্তর প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছেন।

এদিকে সাবরেজিস্ট্রি অফিসকে কলেজ পয়েন্ট এলাকায় স্থানান্তরের সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের দাবি জানান শফিউল বাসার স্বজন। তিনি বলেন, প্রস্তাবিত ভাড়া অফিস ভবনটি মৌলভীবাজার ও ফেঞ্চুগঞ্জ রোডের পাশে সরকারি কলেজ পয়েন্টে অবস্থিত। যেখানে সকলের জন্য যোগাযোগ ও যাতায়াত সহজ হবে। এমনকি নতুন ভবনটিতে সেবা গ্রহীতা, দলিল লেখক এবং অফিস স্টাফদের জন্য সকল সুযোগ-সুবিধা রয়েছে। এ জন্য জনগুরুত্বপূর্ণ রেকর্ড সংরক্ষণের জন্য এবং সার্বিক দিক বিবেচনায়, রাজনগর সাবরেজিস্ট্রারের কার্যালয় দ্রুত স্থানান্তর করা উচিত। ব্যক্তিস্বার্থে সরকারি সিদ্ধান্তের বিরোধিতা যারা করছেন তাদের প্রতি তীব্র নিন্দা জ্ঞাপন করছি।

শফিউল বাসার আরও যোগ করেন, সরকারি সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা রেখে আমরা গত ৯ ফেব্রুয়ারি থেকে ‘রাজনগরের সর্বস্তরের সচেতন নাগরিক’ এর ব্যানারে প্রায় তিন শতাধিক জনগণ নিয়ে রাজনগর সরকারি কলেজ পয়েন্টে শান্তিপূর্ণভাবে মানববন্ধন করেছি। রোববারও (১৩ ফেব্রুয়ারি) একই স্থানে, একই ব্যানারে, একই দাবিতে, ৫০০ জনের বেশি মানুষ নিয়ে আন্দোলন চালিয়েছি এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত এটি চলবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |