• ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১
logo

কুড়িয়ে পাওয়া ২৫ লাখ টাকা ফেরত দিলেন ট্রাকচালক

গাজীপুর প্রতিনিধি

আরটিভি নিউজ

  ০১ মে ২০২২, ২০:৩০

গাজীপুরের চৌরাস্তায় ২৫ লাখ টাকা কুড়িয়ে পেয়ে তা ফেরত দিয়ে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন এক ট্রাকচালক। রোববার (১ মে) দুপুরে ওই টাকা প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয়।

ট্রাকচালকের নাম শাহ নেওয়াজ। তিনি নাটোর শহরের উত্তর পটুয়াপাড়ার জাফর উল্লাহর ছেলে। আর টাকার মালিক গাজীপুরের কাপাসিয়া উপজেলার বারইগাঁও গ্রামের লেহাজ উদ্দিনের ছেলে লিটন মিয়া।

জানা গেছে, শুক্রবার (২৯ এপ্রিল) সকাল ৮টা ২০ মিনিটে মোটরসাইকেলযোগে গাজীপুর চৌরাস্তায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছিলেন লিটন মিয়া। পথে তার ২৫ লাখ টাকাসহ ব্যাগ পড়ে যায়। ওই পথ দিয়ে ঢাকা থেকে নাটোর ফিরছিলেন ট্রাকচালক শাহ নেওয়াজ। গাজীপুর এলাকায় তিনি টাকাসহ ব্যাগটি পান।

পরে অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে নাটোর থানায় বিষয়টি জানান। পরে পুলিশের সহযোগিতায় টাকা ফিরে পান লিটন মিয়া। রোববার দুপুরে টাকাসহ ব্যাগটি তার হাতে তুলে দেওয়া হয়।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিজিবির বিশেষ অভিযান, ২৫ লাখ টাকার কষ্টিপাথর উদ্ধার
ফায়ার ফাইটারের মৃত্যু: ট্রাকচালক-হেলপার কারাগারে
যেভাবে ধরা পড়লেন নিহত ফায়ার ফাইটারকে ধাক্কা দেওয়া ট্রাকচালক
বুড়িমারী স্থলবন্দরে অবৈধ মালামালসহ ভারতীয় ট্রাকচালক আটক