ঢাকাশনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

ট্রাকচাপায় স্ত্রী নিহত, স্বামী ও সন্তান হাসপাতালে 

রংপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ০১ জুন ২০২২ , ০২:০৯ পিএম


loading/img
ফাইল ছবি

রংপুরের গংগাচড়া উপজেলার বড়াইবাড়ি রোডের কুটিরপাড়া এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন তার স্বামী ও সন্তান।

বিজ্ঞাপন

বুধবার (১ জুন) দুপুরে গংগাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন বেলা সোয়া ১১টার দিকে ওই এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি গংগাচড়া উপজেলার পাইকান হাজিপাড়ার মাহমুদ হাসানের স্ত্রী বিথী। 

বিজ্ঞাপন

জানা গেছে, আজ বুধবার সকালে স্বামীর সঙ্গে মোটরসাইকেলে করে গঙ্গাচড়া উপজেলার দিকে যাচ্ছিলেন বিথী ও তার শিশুসন্তান। পথে উপজেলার বড়াইবাড়ি রোডের কুটিরপাড়া এলাকায় পৌঁছালে একটি বেপরোয়াগতির ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই বিথীর মৃত্যু হয়। এ সময় গুরুতর অবস্থায় স্বামী মাহমুদ হাসান ও সন্তানকে রংপুর মেডিকেলে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গংগাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন বলেন, গুরুতর অবস্থায় বিথীর স্বামী ও সন্তানকে রংপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় স্থানীয়রা ট্রাকটি জব্দ করে পুলিশে দিয়েছে। মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |