দিনাজপুরের ফুলবাড়ী উপেজেলায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরেক আরোহী।
বৃহস্পতিবার (২ জুন) সকালে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (২ জুন) রাত আড়াইটার দিকে উপজেলার নিমতলা রহমানিয়া মোড়ে এ হতাহতের ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন, উপজেলার শিবনগর ইউনিয়নের বুলবুল আহমেদের ছেলে তাজিম আহমেদ (১৭) ও বাসুদেবপুর গ্রামের অয়েজ উদ্দিনের ছেলে নাহিদ হাসান সবুজ (২৬)।
আহত ব্যক্তি হলেন, উত্তর সুজাপুর গ্রামের অহিদুল ইসলামের ছেলে মো. খালিদ (১৮)।
জানা গেছে, বুধবার (১ জুন) দিনগত রাতে সবুজের বাড়িতে আর্জেন্টিনার খেলা দেখতে যান তানজিন ও পলাশ। খেলা দেখা শেষে তিনজন মোটসাইকেলে ফুলবাড়ী শহরের বিভিন্ন স্থানে রাতের খাবারের জন্য হাঁসের মাংস খুঁজতে থাকে। পরে না পেয়ে দিনাজপুর লক্ষ্মীতলায় হাঁসের মাংস খাওয়ার উদ্দেশে রওনা হন তিন বন্ধু। এ সময় পথে ফুলবাড়ী ছোট যমুনা ব্রিজ-সংলগ্ন মন্ত্রী মার্কেটের সামনে পৌঁছালে ঢাকাগামী জান্নাত-জোনায়েত নামের পণ্যবাহী একটি ট্রাকের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নাহিদ হাসান সবুজ ও তানজিন আহম্মেদ ঘটনাস্থলেই নিহত হন। এ সময় গুরুতর আহত হন পলাশ। পরে আহত পলাশকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়েছে।