ঢাকাশনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

মোবাইলে কথা বলছিলেন চালক, বাস খাদে পড়ে নিহত ২

পাবনা প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০২ জুন ২০২২ , ০২:৫৬ পিএম


loading/img

পাবনা সদর উপজেলার আতাইকুলায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে দুই নারী নিহত ও সাতজন আহত হয়েছেন। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২ জুন) দুপুরে উপজেলার মধুপুরে এ ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তিরা হলেন, পাবনার সুজানগরের সুলতানা খাতুন (২৭) ও আতাইকুলার মোর্শেদা বেগম (৭০)। 

বিজ্ঞাপন

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আজ বৃহস্পতিবার ১২টার দিকে শাহজাদপুর থেকে একটি যাত্রীবাহী বাস পাবনা আসছিল। বাসটি পাবনা নগরবাড়ি মহাসড়কের মধুপুর নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই দুজন মারা যান ও সাতজন গুরুতর আহত হন।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মাসুদ আলম জানান, বাসে থাকা যাত্রীরা পুলিশকে জানিয়েছে, বাস চালানোর সময় চালক মোবাইল-ফোনে কথা বলছিলেন। নিষেধ করলেও শোনেননি তিনি। এ কারণে দুর্ঘটনা ঘটেছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |