নওগাঁর ধামইরহাটে নিজ ঘর থেকে জোবায়ের হোসেন (১৯) নামের এক কলেজ পড়ুয়া ছাত্রের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
শনিবার (৪ জুন) উপজেলার আড়ানগর ইউনিয়নের চকবদন নামক এলাকায় এ ঘটনাটি ঘটে। সে ওই এলাকার মো. খলিলুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, শনিবার সকাল ১০টায় জোবায়ের হোসেনের মা তাকে পড়ালেখা না করে বাহিরে ঘোরাফেরা করার বিষয়ে বকাঝকা করেন। আর এ কারণে মায়ের ওপরে অভিমানে সে নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে ঝুলন্ত মরদেহ দেখে স্থানীয়রা থানা পুলিশে দেয়।
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাম্মেল হক কাজী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনের নিকট হস্তান্তরের প্রস্তুতি চলছে।