ঢাকাবুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১

বন্যায় সারাদেশের সঙ্গে বিচ্ছিন্ন সুনামগঞ্জ

সুনামগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২ , ১০:৫১ পিএম


loading/img

উজানের পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে সুনামগঞ্জ-সিলেট সড়কের গোবিন্দগঞ্জ-দিঘলী এলাকা বন্যার পানিতে প্লাবিত হয়ে পড়েছে। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৬ জুন) রাতে জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এরই মধ্যে সারা দেশের সঙ্গে সুনামগঞ্জের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। 

আজ বৃহস্পতিবার রাত ১০টায় জেলা পানি উন্নয়ন বোর্ডের দেওয়া তথ্য থেকে জানা গেছে, সিলেটের সুরমা নদীর পানি বিপৎসীমার ৭৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বিজ্ঞাপন

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলাম বলেন, আজ বৃহস্পতিবার রাত ১০টায় সুরমা নদীর পানি এখন ৭৫ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। গভীর রাতে তা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে বন্যার পরিস্থিতি আরও অবনতি হবে।

জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, সুনামগঞ্জ-সিলেট সড়কের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ-দিঘলী এলাকা বন্যার পানিতে প্লাবিত হয়ে পড়েছে। সেখান দিয়ে কোনো দূরপাল্লার গাড়ি আপাতত যেতে পারবে না। ছোট যানবাহন, মোটর-সাইকেল চলতে পারবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |