ঢাকাশনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

ট্রাকচাপায় চার শিক্ষকসহ ৫ জন নিহত, সেই চালক গ্রেপ্তার

নওগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ০৬ জুলাই ২০২২ , ০৩:৪৪ পিএম


loading/img

নওগাঁ সদর উপজেলার বাবলাতলী এলাকায় ট্রাকচাপায় চার শিক্ষকসহ পাঁচজন নিহতের ঘটনায় জড়িত ট্রাকচালক রেজাউল করিমকে গ্রেপ্তার করেছে র‌্যাব। 

বিজ্ঞাপন

বুধবার (৬ জুলাই) দুপুরে নওগাঁ জেলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৫ (র‌্যাব) সিইও লে. কর্নেল রিয়াজ শাহরিয়ার এসব তথ্য জানান। এর আগে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে অভিযান চালিয়ে নওগাঁর মান্দা উপজেলার সাবাইহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রেজাউল করিম (৩৫) মান্দা উপজেলার বড় মল্লুকপুর গ্রামের মৃত ইসহাক আলীর ছেলে।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রিয়াজ শাহরিয়ার বলেন, ট্রাকচালক রেজাউল করিম ২০১৭ সালে হালকা যানবাহন চালানোর সনদ পান। কিন্তু রেজাউল করিম আইন অমান্য করে ওই বছর থেকেই ভারী যানবাহন চালিয়ে আসছেন বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেন। বেপরোয়া গতিতে ট্রাক চালিয়ে ওই দুর্ঘটনা সংগঠনের কথা স্বীকার করেছেন চালক রেজাউল করিম।

তিনি আরও বলেন, দুর্ঘটনার পর চালক রেজাউল গ্রেপ্তার এড়াতে গা ঢাকা দেন। সর্বশেষ বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫-এর নাটোর ক্যাম্পের সদস্যরা গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে মান্দা উপজেলার সাবাইহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তবে নওগাঁ সদর থানা পুলিশের কাছে চালক রেজাউল করিমকে হস্তান্তর করা হয়েছে।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত চালক রেজাউল করিমকে আদালতে নেওয়ার প্রস্তুতি চলছে। আদালতের নির্দেশ মতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ২৪ জুন সিএনজিচালিত অটোরিকশা নিয়ে নওগাঁর নিয়ামতপুর থেকে পাঁচজন শিক্ষক একটি প্রশিক্ষণে অংশ নিতে নওগাঁ শহরে আসছিলেন। পরে সকাল ৮টার দিকে তাদের অটোরিকশাটি নওগাঁ-রাজশাহী মহাসড়কের নওগাঁ সদরের বাবতলী মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির একটি ট্রাক তাদেরকে চাপা দেন। এতে অটোরিকশার চালকসহ ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। এ ঘটনায় অটোরিকশাচালক সেলিম রেজার স্ত্রী সাহারা বেগম বাদী হয়ে ট্রাকচালক রেজাউল করিম ও অজ্ঞাতনামা ট্রাক চালকের সহযোগীর নামে মামলা করেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |