ঢাকাশনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

অস্ত্র হাতে যুবলীগ নেতার ছবি ভাইরাল

কুমিল্লা (স্টাফ রিপোর্টার), আরটিভি নিউজ

শুক্রবার, ১৫ জুলাই ২০২২ , ০৯:৪১ এএম


loading/img
শাহ জালাল মজুমদার

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মনিরুজ্জামান জুয়েলের একটি ছবি ঘিরে বিতর্ক শুরু হয়েছে। ছবিতে এক হাতে অস্ত্র, অন্য হাতে সিগারেট নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে তাকে। ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনা শুরু হয়।

বিজ্ঞাপন

ভাইরাল ওই ছবিতে দেখা যায়, যুবলীগ সভাপতি  মনিরুজ্জামান জুয়েলের একটি অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল হাতে নিয়ে হাসিমুখে দাঁড়িয়ে আছেন। অন্য হাতে সিগারেট রয়েছে তার। মনিরুজ্জামান জুয়েল  তিনটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি  

গতকাল বৃহস্পতিবার (১৪ জুলাই) বিকেলে দলীয় কোন্দলের কারণে শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ জালাল মজুমদারের ওপর হামলা চালান মনিরুজ্জামান জুয়েলে। হামলার পর তার এ ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

বিজ্ঞাপন

শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহ জালাল মজুমদার বৃহস্পতিবার রাতে জানান, আমি ইউনিয়নের নালঘর বাজার এলাকায় এক লন্ডন প্রবাসীর বাড়িতে দাওয়াত খেতে যাই। দাওয়াত খেয়ে আসার পথে, আমার গাড়ির গতিরোধ করে কামরুজ্জামান জুয়েলসহ ৬-৭ জন। গাড়ির সামনে এসেই তারা অতর্কিত হামলা চালায়। আমি বুঝতে পেরে গাড়ি থেকে নেমে কোনো রকমে প্রাণ রক্ষা করি। এসময় আমার গাড়ির ড্রাইভারকেও ব্যাপক মারধর করা হয়।

এ বিষয়ে জানতে শ্রীপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মনিরুজ্জামান জুয়েলের ফোনে একাধিকবার কল দেওয়া হলেও তা বন্ধ পাওয়া যায়।

বিজ্ঞাপন

এদিকে ইউপি চেয়ারম্যান শাহজালালের ওপর হামলার ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অন্যদিকে শাহজালাল মজুমদারের ওপর হামলার ঘটনার পর জুয়েলের অস্ত্র হাতের একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। নিজেকে যুবলীগ নেতা পরিচয় দেওয়া জুয়েল দলের বিভিন্ন কর্মসূচিতে অস্ত্র হাতে মহড়া দিতো বলে জানা গেছে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভরঞ্জন চাকমা আরটিভি নিউজকে জানিয়েছেন, ঘটনার পর সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |