ঢাকাবুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১

রাঙ্গামাটিতে বুস্টার ডোজ কেন্দ্রে উপস্থিতি কম 

রাঙামাটি প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২ , ০৩:২৭ পিএম


loading/img
ছবি : আরটিভি নিউজ

করোনা সংক্রমণ রোধে সারাদেশের ন্যায় পার্বত্য জেলা রাঙ্গামাটিতেও ৯৬ হাজার মানুষকে বুস্টার ডোজ দিবস পালন করছে স্বাস্থ্য বিভাগ। কিন্তু মঙ্গলবার (১৯ জুলাই) সকাল থেকে কেন্দ্রগুলোতে মানুষের উপস্থিতি ছিল খুবই কম।
 
সকালে রাঙ্গামাটি পৌর এলাকায় ৯টি কেন্দ্রসহ জেলায় মোট ৯২টি কেন্দ্রে একযোগে শুরু হওয়া বুস্টার ডোজ সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকা দেওয়া চলবে।

বিজ্ঞাপন

পৌর এলাকায় কয়েকটি কেন্দ্রে ঘুরে বুস্টার ডোজ নেওয়া মানুষের সংখ্যা খুবই কম। রাঙ্গামাটি সদর হাসপাতাল কেন্দ্রে দুপুর ১২টা পর্যন্ত মাত্র ২০০ জন, শহীদ শুক্কুর ক্লাবে মাত্র ৮০ জন ও পৌরসভা কার্যালয়ে মাত্র ৩০ জন বুস্টার ডোজ গ্রহণ করেন। 

রাঙ্গামাটি স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী বুস্টার ডোজ দিবস পালনে  পৌরসভায় ৯টি কেন্দ্রে, প্রতিটি কেন্দ্রে ৫০০ জন এবং ইউনিয়ন পর্যায়ে ৮৩টি কেন্দ্রে ৩০০ জন মোট ৯৬ হাজার মানুষকে বুস্টার ডোজের আওতায় আনার পরিকল্পনা ছিল। একটি টিমে দুজন টিকাদানকারী ও তিনজন স্বেচ্ছাসেবী কাজ করছে।
 
রাঙ্গামাটির সিভিল সার্জন ডা. বিপাশ খীসা জানান, টিকা কেন্দ্রগুলোতে প্রত্যাশিত মানুষ আসেনি। আমরা কেন্দ্র কমিয়ে আরও কয়েক দিন এই কার্যক্রম চালাতে চাই। পৌরসভা ও রাঙ্গামাটি সদর হাসপাতাল কেন্দ্রে এই দুটি কেন্দ্র নিয়মিত রাখার পরিকল্পনা করছি। 
সিভিল সার্জন অফিস থেকে জানা গেছে, রাঙ্গামাটিতে এখন পর্যন্ত প্রথম ডোজ টিকা নিয়েছে ৫ লাখ ২৮ হাজার ৫১ জন, দ্বিতীয় ডোজ ৪ লাখ ৫৮ হাজার ৭৩৩ জন, বুস্টার ডোজ ১ লাখ ৪০ হাজার ৮৬৪ জন। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |