ঢাকামঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

মৎস্য অবতরণ কেন্দ্রে ইলিশে সয়লাব 

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ২৫ জুলাই ২০২২ , ০৪:৪৪ পিএম


loading/img
ছবি : আরটিভি নিউজ

৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে কক্সবাজার শহরের মৎস্য অবতরণ কেন্দ্র ফিশারিঘাটে প্রচুর ইলিশসহ অন‍্যান‍্য মাছ আসতে শুরু করেছে। 

বিজ্ঞাপন

গতকাল রোববার এবং সোমবার (২৫ জুলাই) সকালে মৎস্য অবতরণ কেন্দ্র লোকে লোকারণ‍্য হয়ে ওঠে। কেউ বোট থেকে মাছ খালাস করছে। পাইকারি ও খুচরা ব‍্যবসায়ীরা বিভিন্ন প্রজাতির মাছগুলো কিনে নিচ্ছে। এসব মাছ ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ট্রাকে করে নিয়ে যাচ্ছে পাইকারি বিক্রেতারা। গতকালের চেয়ে আজ মাছের দাম একটু কম বলে জানিয়েছে ব‍্যবসায়ীরা। তবে মাছ প্রচুর পড়েছে। স্থানীয় খুচরা বাজারের জন‍্য ইলিশ প্রতি কেজি ৮০০ থেকে ১ হাজার ২০০ টাকা করে ক্রয় করছে ব‍্যবসায়ীরা।

এদিকে কক্সবাজার জেলার বিভিন্ন উপকূলীয় এলাকা থেকে নিবন্ধিত ৬ হাজারসহ আরও কয়েক হাজার ফিশিং বোট ইতোমধ্যে সাগরে মাছ ধরতে গেছে। মৎস্য সম্পদ সংরক্ষণ ও প্রজনন সুরক্ষায় সরকার চলতি বছরের ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করেছিল। সেই সময়টাতে জেলে পল্লীতে হাহাকার নেমে আসলেও দীর্ঘ বিরতির পর আবার জালে রুপালি ইলিশসহ বিভিন্ন প্রজাতির প্রচুর মাছ পাওয়ায় খুশি জেলেরা।
 
নিষেধাজ্ঞা শেষ হওয়ার আগেই অনেক জেলে ট্রলার নিয়ে সাগরে মাছ ধরতে গেছে। তাই মাছ নিয়ে ট্রলারগুলো অগ্রিম ফিরে এসেছে।

বিজ্ঞাপন

এ ছাড়া ইতোপূর্বে নিকটবর্তী স্থান থেকে শহরের মৎস্য অবতরণ কেন্দ্র ফিশারিঘাটে ছোট ছোট বোটগুলো নোঙর করে। তাই ফিশারিঘাটে দীর্ঘদিন পর প্রাণচাঞ্চল‍্য ফিরে এসেছে। 

সরেজমিনে ফিশারিঘাটে সকাল থেকে ছোট বোটে করে নিয়ে আসা প্রচুর মাছ দেখা গেছে। এ কারণে ক্ষুদ্র ও পাইকারি ব‍্যবসায়ীদের মাছ বিক্রিতে ধুম পড়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |