ঢাকামঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে যাত্রবাহী বাসের ধাক্কা, নিহত ২

বাগেরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২ , ০১:০৫ পিএম


loading/img
ছবি : আরটিভি নিউজ

বাগেরহাটে মেঘনা পরিবহনের একটি যাত্রবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলে নারীসহ ২ জন নিহত হয়েছে। এ সময় আরও ১২ জন আহত হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৬ জুলাই) সকালে খুলনা-ঢাকা মহাসড়কের ফকিরহাট উপজেলার পালেরহাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ ও আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছে। নিহতদের মধ্যে পিরোজপুর জেলার সিদ্দিক মল্লিকের ছেলে মনির মল্লিকের (২৪) নাম যানা গেছে। অপর নিহত নারীর (৩০) পরিচয় এখনও পাওয়া যায়নি।

মোল্লাহাট হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) শেখ আবুল হোসেন আরটিভি নিউজকে জানিয়েছেন, ঢাকা থেকে খুলনাগামী মেঘনা পরিবহনের একটি যাত্রবাহী বাস দ্রুতগতি থাকায় ফকিরহাট উপজেলার পালেরহাট নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে এক নারীসহ ২ জন আহত হয়। এ ঘটনায় ১২ জন আহত হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ ও আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছে। বাসটি জব্দ হলেও চালক পলাতক।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |