ঢাকাবুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১

মিনি ক্যাসিনো সম্রাটসহ আটক ৪

সিরাজগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৯ আগস্ট ২০২২ , ১২:০৩ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মিনি ক্যাসিনো খেলার সময় ৪ জুয়াড়িকে আটক করেছে মডেল থানা পুলিশ। গতকাল সোমবার (৮ আগস্ট) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উধুনিয়া বিলে নৌকায় ভ্রাম্যমাণ ক্যাসিনো খেলার সময় ৪ জুয়াড়িকে আটক করা হয়।

বিজ্ঞাপন

আটককৃতরা হলেন উল্লাপাড়ার গয়হাট্টা বাজার এলাকার জহুরুল ইসলামের ছেলে ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সামিউল ইসলাম সাগর (৩৫), গয়হাট্টা ফরিদপুর গ্রামের মৃত শাহজাহান আলীর ছেলে শামিম রেজা (৪০), গয়হাট্টা বাগলগাঁতী গ্রামের নাজিমুদ্দিনের ছেলে আবদুল হালিম (৪৫), চন্দ্রগাঁতী গ্রামের আরিফ উদ্দিনের ছেলে মো. জাহিদ (৪৪)।

পুলিশ সূত্রে জানা যায়, আটককৃতরা বর্ষা মৌসুমে চলনবিল এলাকায় নৌকায় ভ্রাম্যমাণ মিনি ক্যাসিনো বসিয়ে লাখ লাখ টাকার জুয়া খেলে। এদের এই ক্যাসিনো খেলতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে জুয়াড়িরা আসে।

বিজ্ঞাপন

এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক মাসুদ রানা জানান, আটককৃতদের কাছ থেকে টাকা ও ক্যাসিনোর সরঞ্জাম জব্দ করা হয়েছে। এদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |