রাজধানীতে বাসে ভাড়ার চার্ট না থাকলে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার।
শুক্রবার (১২ আগস্ট) দুপুরে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।
নুর মোহাম্মদ মজুমদার বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর গণপরিবহনের ভাড়া আদায় বন্ধে বিআরটিএ যথাযথ পদক্ষেপ নিচ্ছে। ভাড়া নিয়ে স্বেচ্ছাচারিতা বন্ধে বিআরটিএর কার্যক্রম অব্যাহত থাকবে।
এর আগে, গত ৫ আগস্ট বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ায় সরকার। এরপর বাস-মিনিবাসসহ পরিবহনের ভাড়াও বাড়ানো হয়। পরে বিআরটিএ নতুন ভাড়ার তালিকা তাদের ওয়েবসাইটে প্রকাশ করে।