ঢাকাশনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

হেলিকপ্টারে চড়ে বিয়ে, দেখতে উৎসুক জনতার ভিড়

স্টাফ রিপোর্টার, কুমিল্লা

শুক্রবার, ২৬ আগস্ট ২০২২ , ১২:০৯ পিএম


loading/img

মা বাবার স্বপ্ন পূরণ করতে হেলিকপ্টারে চড়ে বিয়ে করেছেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার কান্দুঘর (গাঘড়াকাটা) গ্রামের মো. সোহাগ ভূঁইয়া। হেলিকপ্টার ও ব্যতিক্রমী এ বিয়ে দেখতে কান্দুঘর উচ্চবিদ্যালয় মাঠে ভিড় জমান এলাকার উৎসুক জনতা। মো. সোহাগ ভূঁইয়া ওই গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম ভূঁইয়ার ছেলে। 

বিজ্ঞাপন

এলাকাবাসী সূত্রে জানা যায়, সোহাগ ভূঁইয়া একজন ইতালি প্রবাসী। তার বৃদ্ধ মা-বাবার স্বপ্ন পূরণ করতে তিনি হেলিকপ্টারে চড়ে বিয়ে করার উদ্যোগ নেন। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার শাহপুর গ্রামের মো. হুমায়ুন কবির ও পারভীন আক্তারের মেয়ে মৌসুমী আক্তারের সঙ্গে তার বিবাহ ঠিক হয়। তিনি গতকাল বৃহস্পতিবার দুপুরে তার নিজ এলাকা থেকে হেলিকপ্টারে চড়ে ও অর্ধশতাধিক মাইক্রোবাস ও শতাধিক মোটরসাইকেল নিয়ে কনের বাড়িতে যান। সেখানেও হেলিকপ্টার ও এমন ব্যতিক্রমী আয়োজন দেখতে ওই এলাকার উৎসুক জনতা ভিড় করেন। 

বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ বুড়িচং-ব্রাহ্মণপাড়া আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল হাসেম খান এমপি, ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী জাহাঙ্গীর খান চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সামাজিক লোকজন। 

বিজ্ঞাপন

এ ব্যাপারে সোহাগ ভূঁইয়ার মামা বিশিষ্ট সমাজ সেবক লুৎফুর সরকার বলেন, আমার বোন আর ভগ্নীপতির স্বপ্ন ছিল হেলিকপ্টারে চড়িয়ে ছেলের বউ ঘরে তোলবেন। সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে আমাদের এই আয়োজন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |