ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

প্রেমিকার সঙ্গে অভিমান করে প্রেমিকের আত্মহত্যা

বগুড়া প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ২৭ আগস্ট ২০২২ , ০৫:০৯ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

বগুড়ার আদমদীঘিতে প্রেমিকার ওপর অভিমান করে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। 

বিজ্ঞাপন

শনিবার (২৭ আগস্ট) বিকেলে আদমদীঘি থানার উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ কুমার বর্মন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুরে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত রাকিব হোসেন (২২)  আদমদীঘি উপজেলার বাসিন্দা। তিনি ঢাকায় একটি কোম্পানির অধীনে ইলেকট্রিক মিস্ত্রির কর্মী ছিলেন। 

বিজ্ঞাপন

জানা গেছে, শনিবার সকালে রাকিব হোসেন ঢাকা থেকে বাড়িতে অসেন। পরে উঠানের সামনে একটি ভ্যানে বসে মোবাইলে কথা বলছিলেন। এ সময় ফোন কেটে ঘরের ভেতর ঢুকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। এ সময় পরিবারের লোকজন টের পেয়ে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশে সংবাদ দেন।

আদমদীঘি থানার উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ কুমার বর্মন বলেন, রাকিব প্রায় এক বছর আগে প্রেমিকাকে নিয়ে পালিয়ে যান। পরে বাড়িতে ফিরে আসার পর ঢাকা চলে যান তিনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রেমিকার ওপর অভিমান করে বাড়িতে ফিরে রাকিব আত্মহত্যা করেছে। 

তিনি আরও বলেন, আজ দুপুরে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে তার মরদেহ হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |