ঢাকাবুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১

বিয়েবাড়িতে ছাত্রীকে যৌন হয়রানি, দুই গ্রুপের সংঘর্ষে নিহত যুবক

স্টাফ রিপোর্টার, রাজশাহী

বুধবার, ১২ অক্টোবর ২০২২ , ০৯:৩০ এএম


loading/img
ছবি : সংগৃহীত

রাজশাহীর বাগমারায় বিয়েবাড়িতে স্কুলছাত্রীকে যৌন হয়রানির ঘটনায় দুই গ্রুপের সংঘর্ষে এক তরুণ নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

বুধবার (১২ অক্টোবর) সকালে রাজশাহী নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (১১ অক্টোবর) রাতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

নিহত ব্যক্তি উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের বিলবাড়ি গ্রামের মৃত শুকুর আলীর ছেলে সাজেদুর রহমান (২৮)। 

জানা গেছে, গত ৬ অক্টোবর বারইপাড়া গ্রামের শামসুল ইসলামের ছেলের বিয়েতে বউভাতের আয়োজন করা হয়। পরে বিয়েবাড়িতে এক স্কুলছাত্রীকে দুই কিশোর যৌন হয়রানি করে বলে অভিযোগ ওঠে। এ সময় ভুক্তভোগী ছাত্রীর অভিযোগের পরিপ্রেক্ষিতে বিয়েবাড়ির লোকজন যৌন হয়রানির সঙ্গে জড়িত দুই কিশোরকে ধরে ফেলেন। পরে তাদের চড়-থাপ্পড় দিয়ে আটকে রেখে অভিভাবকদের সংবাদ দেওয়া হয়। তবে একই দিন রাতে অভিভাবকরা মুচলেকা ও জরিমানা দিয়ে দুই কিশোরকে ছাড়িয়ে আনেন।

এদিকে দুই কিশোরকে শাস্তি দেওয়ার সঙ্গে যুক্ত বারইপাড়া গ্রামের আকাশ হোসেন নামের এক যুবককে গত ৯ অক্টোবর বাইগাছা এলাকায় বখাটেরা মারধর করেন। এ ঘটনার জের ধরে সোমবার দুপুরে উপজেলার রাঘোপাড়া এলাকায় দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় সাজেদুরসহ উভয়পক্ষের ১০ জন আহত হন। পরে তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।  তবে মঙ্গলবার রাতে রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাজেদুর।

এ বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। পরে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মাধ্যমে মরদেহ পরিবারের কাছে পাঠানো হয়।

তিনি আরও জানান, পরিবারের দাবি, তিনি শরীর ও মাথায় গুরুতর আঘাত পেয়েছিলেন। সাজেদুর ঘটনাস্থলে গিয়ে প্রতিপক্ষের হামলার শিকার হয়ে মারা গেছেন। এতে তার পরিবার থানায় একটি মামলা করেছে। তবে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |