ঢাকাবুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১

হাসপাতালে বোনকে দেখতে গিয়ে ধর্ষণের শিকার তরুণী

টাঙ্গাইল (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ১৬ অক্টোবর ২০২২ , ০৫:৪৪ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন বোনকে দেখতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী (১৯)। এ ঘটনায় অভিযুক্ত আবদুল হাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বিজ্ঞাপন

রোববার (১৬ অক্টোবর) সকালে ধনবাড়ী থানার ওসি এইচ এম জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শনিবার (১৫ অক্টোবর) বিকেলে পুলিশ অভিযান চালিয়ে হাসপাতাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। 

গ্রেপ্তারকৃত ব্যক্তি ধনবাড়ী উপজেলার ধোপাখালী ইউনিয়নের নরিল্যা গ্রামের বন্দেবেতাল এলাকার মৃত আবু হানিফ ওরফে হানির ছেলে আব্দুল হাই (২৫)। তিনি ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলমান এসএসকে (স্বাস্থ্য সুরক্ষা প্রকল্প) প্রকল্পের একজন কর্মচারী। ব্যক্তিজীবনে তিনি বিবাহিত।
 জানা গেছে, ওই উপজেলার পাশের ইউনিয়নের এক নারী রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। চিকিৎসাকালে তার সঙ্গে থাকা এক তরুণী আবদুল হাইয়ের নজরে আসে। নিজের পরিচয় গোপন রেখে ফাঁদে ফেলে নানা প্রলোভনে ভুক্তভোগী তরুণীর সঙ্গে ভাব জমিয়ে প্রেমের জাল ফেলেন তিনি। পরে কৌশলে তাকে ধর্ষণ করে। এ ঘটনায় ভুক্তভোগী তরুণী থানায় লিখিত অভিযোগ দেন। পরে শনিবার বিকেলে অভিযান চালিয়ে হাসপাতাল এলাকা থেকে আবদুল হাইকে গ্রেপ্তার করে পুলিশ।

বিজ্ঞাপন

এ বিষয়ে ধনবাড়ী থানার ওসি এইচ এম জসিম উদ্দিন জানান, রোববার সকালে গ্রেপ্তারকৃত আবদুল হাইকে আদালতে ও ভিকটিমের ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |