ঢাকাশনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

আমরা সবাই ‘বি নেগেটিভ’ রক্তবন্ধু

আরটিভি নিউজ

শুক্রবার, ২১ অক্টোবর ২০২২ , ০৫:০৪ পিএম


loading/img

‘বি নেগেটিভ ব্লাড ডোনার বাংলাদেশ’ পরিবারের চতুর্থ বি নেগেটিভ দিবস উদযাপন ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (২১ অক্টোবর) রাজধানীর উত্তরখানের মৈনারটেক ‘দি হোমস এন্ড গার্ডেন’ রিসোর্টে এই মিলনমেলা অনুষ্ঠিত হয়।

এ দিনের আয়োজনের মধ্যে ছিল- সকালের নাস্তা, নিজেদের বানানো লোগো বিশিষ্ট টি-শার্ট, কুরআন তেলাওয়াত, জাতীয় সংগীত, সদস্যদের পরিচয়পর্ব, দুপুরে বুফে খাবার, সাংস্কৃতিক অনুষ্ঠান, দায়িত্বরত সদস্যদের বক্তব্য, উপদেষ্টা মণ্ডলীর বক্তব্য, সম্মাননা স্মারক ও উপহার প্রদান। সবশেষে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

এই মিলনমেলায় দেশের ৬৪ জেলার রক্তদাতা ও রক্তগ্রহীতারা অংশগ্রহণ করেন।

দেশব্যাপী ‘বি নেগেটিভ’ রক্তের চাহিদা পূরণের লক্ষ্যে ২০১৮ সালের ২৮ এপ্রিল কয়েকজন বি নেগেটিভ রক্তবহনকারীদের নিয়ে একটি ফেসবুক গ্রুপের মধ্য দিয়ে এই পরিবারের পথচলা শুরু করেন চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার সন্তান শাহাদাত ইমতিয়াজ। এ পরিবারের বর্তমান সদস্য সংখ্যা (ফেসবুক গ্রুপে) ছয় হাজার ছয়শেরও বেশি।

বিজ্ঞাপন

প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে ‘বি নেগেটিভ ব্লাড ডোনার বাংলাদেশ’ পরিবার  অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস এবং ওয়েব সাইট তৈরি করছে। যেখানে সব ‘বি নেগেটিভ’ রক্তদাতাদের ডাটাবেজ সংযুক্ত করা হচ্ছে।

‘বি নেগেটিভ ব্লাড ডোনার বাংলাদেশ’ পরিবারের সঙ্গে শিক্ষক, সাংবাদিক, ব্যাংক কর্মকর্তা, সরকারি চাকরিজীবী এবং স্বনামধন্য প্রতিষ্ঠানের সঙ্গে কর্মরত রয়েছেন, এমন অনেকেই যুক্ত রয়েছেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |