ঢাকাশুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

বরগুনায় সাড়ে ৯ কি.মি বাঁধ ঝুঁকিপূর্ণ, আতঙ্কে মানুষ

বরগুনা প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ২৪ অক্টোবর ২০২২ , ০১:১৭ পিএম


loading/img

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বরগুনায় দুই দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। ইতোমধ্যে জেলার উপকূলে প্রায় সাড়ে ৯ কিলোমিটার বেড়িবাঁধ ভাঙনের ঝুঁকিতে রয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (২৪ অক্টোবর) সকালে সরেজমিনে এ দৃশ্য দেখা যায়। 

বরগুনা পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, বরগুনা সদর উপজেলায় ১ কিলো ৭০০ মিটার, বামনায় ৯৫০ মিটার, তালতলীতে ৫০০ মিটার, বেতাগীতে ৩০০ মিটার, পাথরঘাটায় ৪ কিলোমিটার ও আমতলীতে ১ কিলো ৯৭০ মিটার বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ রয়েছে। এসব স্থানে উচ্চ জলোচ্ছ্বাস হলে বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকতে পারে। তবে বেড়িবাঁধ ভেঙে পানি প্রবেশ ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড প্রস্তুত রয়েছে।

বিজ্ঞাপন

পানি উন্নয়ন বোর্ড জানায়, যদি কোথাও পানির চাপে বেড়িবাঁধ ভেঙে যায় সেজন্য পানি উন্নয়ন বোর্ড পাঁচ হাজার জিওব্যাগ প্রস্তুত রেখেছে। আরও ১০ হাজার জিও ব্যাগ তাদের সংগ্রহে রাখা হয়েছে। এ ছাড়া ১ হাজার ৫০০ সিনথেটিক ব্যাগ সংগ্রহে রেখেছে।

বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. নাজমুল ইসলাম বলেন, বরগুনা সদর, তালতলী, পাথরঘাটা, আমতলী, বেতাগী ও বামনা উপজেলায় পাউবোর ২২টি পোল্ডারের আওতায় ৮০৫ কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। এখানে দুর্বল বা ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ রয়েছে প্রায় সাড়ে ৯ কিলোমিটার।

তিনি আরও জানান, ঘূর্ণিঝড়ের কারণে উচ্চ জলোচ্ছ্বাস সৃষ্টি হলে এসব বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশের আশঙ্কা রয়েছে। এসব ঝুঁকিপূর্ণ এলাকায় পানি উন্নয়ন বোর্ডের লোকজন সতর্ক রয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তাৎক্ষণিক মোকাবিলার জন্য জিও ব্যাগ ও সিনথেটিক ব্যাগ প্রস্তুত রাখা হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |