ঢাকা

রাঙ্গামাটিতে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য র‌্যালি

রাঙামাটি প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ১৯ নভেম্বর ২০২২ , ১১:৪৫ এএম


loading/img
ছবি : সংগৃহীত

রাঙ্গামাটিতে বিশ্বকাপ ফুটবল উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি করেছেন ব্রাজিল সমর্থকরা। 

বিজ্ঞাপন

শুক্রবার (১৮ নভেম্বর) বিকালে শহরের শহীদ মিনার থেকে র‌্যালিটি বের করা হয়। পরে শহরের আসমবস্তি সেতুতে গিয়ে র‌্যালিটি ভেদভেদী-বনরুপা-রির্জাভবাজার হয়ে আবারও শহীদ মিনারে এসে শেষ হয়।

সমর্থকরা বলেন, হাজার হাজার মাইল দূরে থেকেও আমাদের দেশের মানুষের হৃদয়ে মাঝে ব্রাজিলের নাম উচ্চারিত হচ্ছে। ব্রাজিল দলকে দূর থেকে উৎসাহিত করতে আমাদের এ আয়োজন। খেলায় হার-জিত থাকবে। তারপরও কাতারের বিশ্বকাপের আনন্দ ও উন্মাদনা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে।

বিজ্ঞাপন

সমর্থক ফারুক বলেন, ব্রাজিল সমর্থকরা মনেপ্রাণে বিশ্বাস করে, এবারও ব্রাজিল বিশ্বকাপ জিতবে। আর্জেন্টিনাকে আমরা হিসাবে রাখি না। ব্রাজিলের পক্ষ থেকে রাঙামাটিবাসীকে অভিনন্দন জানাই।

উল্লেখ্য, ২০ নভেম্বর স্বাগতিক কাতার সঙ্গে ইকুয়েডরের ম্যাচ দিয়ে পর্দা উঠবে বিশ্বকাপের। ৬৩ ম্যাচের এই লড়াই আগামী ১৮ ডিসেম্বর ফাইনালের মধ্যদিয়ে শেষ হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |