ঢাকাশনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

১৩০ বছর বয়সে ভোট দিলেন আতর আলী

স্টাফ রিপোর্টার কুমিল্লা, আরটিভি নিউজ

সোমবার, ২৮ নভেম্বর ২০২২ , ১১:৫০ এএম


loading/img
ছবি : আরটিভি অনলাইন

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে। এই নির্বাচনে ১৩০ বছর বয়সী আতর আলী ছেলের সঙ্গে এসেছেন ভোটকেন্দ্রে। জীবনের শেষ লগ্নে এসে ইভিএম মেশিনে ভোট দিতে হলো আতর আলীকে।

বিজ্ঞাপন

সোমবার (২৮ নভেম্বর) কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পশ্চিম জোরকানন ইউনিয়নের হাড়িশ্চর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি।

ভোট দিয়ে বের হয়ে আতর আলী জানান, মেশিনে (ইভিএম) ভোট দেওয়া আগের চেয়ে অনেক সহজ। জীবনে অনেক ভোট দিয়েছি, সব ভোট সিল মেরে দিতাম। এবার প্রথম মেশিনে ভোট দিলাম। কোনো ঝামেলা নেই, টিপ দিলেই শেষ। জীবনে আর ভোট দিতে পারব কি না, সন্দেহ আছে। তাই কষ্ট করে ভোট দিতে এসেছি।

বিজ্ঞাপন

ছেলে জাহাঙ্গীর আলম বলেন, তার বাবা তিন গ্রামের মধ্যে সবচেয়ে প্রবীণ লোক। মেশিনে ভোট হয় শুনে ভোট কেন্দ্রে আসার আগ্রহ প্রকাশ করে। তাই কষ্ট করে রিকশা দিয়ে ভোট কেন্দ্রে নিয়ে এসেছি। ভোট দিতে পেরে বাবা অনেক খুশি।

উল্লেখ্য, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর, বারপাড়া, চৌয়ারা, জোড়কানন পূর্ব ও জোড়কানন এই পাঁচ ইউনিয়নে নির্বাচন হচ্ছে। এতে ২৭৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটের লড়াইয়ে চেয়ারম্যান পদে ২৬ জন, সাধারণ সদস্য পদে ২০৫ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৪৩ জন রয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |