নরসিংদীর মাধবদীতে জমি-সংক্রান্ত বিরোধের জেরে মনির হোসেন (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ছাড়া সদর উপজেলার পাঁচদোনায় সড়ক দুর্ঘটনায় মানসুর হক তাফসির (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (২৫ ডিসেম্বর) দুপুরে জেলার পৃথক দুটি স্থানে এই দুই ঘটনা ঘটে।
নিহত মনির হোসেন মাধবদীর নোয়াপাড়া এলাকার সিরাজ মোল্লার ছেলে। আর মানসুর হক তাফসির পাঁচদোনা ইউনিয়নের নেহাব গ্রামের মঞ্জুর হোসেনের ছেলে।
নিহতদের স্বজনরা জানায়, পাঁচদোনার নেহাব গ্রামে বাড়ির পাশের সড়কে খেলতে গিয়ে ব্যাটারিচালিত অটোর ধাক্কায় গুরুতর আহত হয়ে শিশু তাফসিরের মাথায় রক্তক্ষরণ হয়। পরে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
অন্যদিকে মাধবদীর নোয়াপাড়ায় প্রতিবেশীর সঙ্গে জমির সীমানা পিলার ওঠিয়ে নেওয়া নিয়ে মনির হোসেনের বিরোধ হয়। বিরোধের একপর্যায়ে প্রতিপক্ষ মনির হোসেনকে পিটিয়ে জখম করে। পরে স্বজনরা তাকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, পরিবারের অভিযোগ না থাকায় শিশু তাফসিরের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং মনির হোসেন নামে ওই ব্যক্তির মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।