ঢাকাশুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

বগি লাইনচ্যুত, খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

খুলনা প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ০২ জানুয়ারি ২০২৩ , ০৩:৫৩ পিএম


loading/img

খুলনা নগরীর দৌলতপুর থানার বিজিবি সদর দপ্তরের সামনে তেলবাহী ট্রেনের গার্ড বগি লাইনচ্যুত হয়েছে। এ কারণে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

বিজ্ঞাপন

সোমবার (২ জানুয়ারি) খুলনা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা মো. খবীর আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুর আড়াইটার দিকে ওই থানার বিজিবি সদর দপ্তরের সামনে ট্রেনের পেছনের গার্ড বগি লাইনচ্যুত হয়।

এ বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা মো. খবীর আহমেদ জানান, সোমবার দুপুরে বগুড়ার সান্তাহার থেকে তেলবাহী একটি ট্রেন খুলনায় ফিরছিল। ট্রেনটি খালি ছিল। 

বিজ্ঞাপন

দৌলতপুর রেল পুলিশ ক্যাম্প ইনচার্জ মো. শফিকুল ইসলাম জানান, সোমবার দুপুরে খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। ইতোমধ্যে উদ্ধারকারী গাড়ি ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |