ঢাকাসোমবার, ৩১ মার্চ ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১

রাস্তার পাশে পড়েছিল অটোরিকশাচালকের মরদেহ

লক্ষ্মীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি ২০২৩ , ১০:৪৬ এএম


loading/img
ফাইল ছবি

লক্ষ্মীপুরের কমলনগরে ইসরাফিল (২০) নামে এক অটোরিকশাচালককে হত্যার পর মরদেহ রাস্তার পাশে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকালে উপজেলার চরমার্টিন ইউনিয়নের চৌধুরী বাজার এলাকা থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

নিহত ইসরাফিল একই উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরজাঙ্গালিয়া গ্রামের আবুল বাশারের ছেলে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার ভোরে ফজরের নামাজ পড়তে বের হলে চৌধুরী বাজারের দক্ষিণে রাস্তার পাশে ইসরাফিলের মরদেহটি স্থানীয় মুসল্লিদের চোখে পড়ে৷ এ সময় পাশেই হাজিরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরাও তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, ইসরাফিলকে শ্বাসরোধ করে হত্যার পর রাস্তার পাশে ফেলে রাখা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে তা জানা যায়নি। ঘটনাটি তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |