ঢাকামঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

শিক্ষাসফরে যেতে না দেওয়ায় স্কুলছাত্রের আত্মহত্যা

সোমবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৩ , ০৫:৩৪ পিএম


loading/img
ফাইল ছবি

শিক্ষা সফরে যেতে না দেওয়ায় খুলনার পাইকগাছায় দশম শ্রেণির ছাত্র প্রান্ত মণ্ডল (১৫) আত্মহত্যা করেছে।

বিজ্ঞাপন

সোমবার (১৩ ফেব্রুয়ারি) ভোরে ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করে ওই ছাত্র। 

মৃত প্রান্ত মণ্ডল উপজেলার লস্কর ইউনিয়নের ঠাকরুন বাড়ি গ্রামের আনন্দ কুমার মণ্ডলের ছেলে। সে লক্ষ্মীখোলা কলেজিয়েট বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।

বিজ্ঞাপন

১৬ ফেব্রুয়ারি বিদ্যালয় থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের কুটিবাড়ি শিক্ষা সফরে যাওয়ার কথা ছিল।

জানা গেছে, শিক্ষা সফরের জন্য বাবা-মায়ের কাছে টাকা চায় প্রান্ত মণ্ডল। টাকা না পেয়ে বাবা-মায়ের সঙ্গে অভিমান করে সে আত্মহত্যা করেছে।  

লস্কর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিন বিষয়টি নিশ্চিত করেছেন। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |