ঢাকাশুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

বজ্রপাতে প্রাণ গেল কলেজশিক্ষার্থীর

রাঙ্গামাটি প্রতিনিধি, আরটিভি নিউজ '

বুধবার, ০৫ এপ্রিল ২০২৩ , ১০:৫৪ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

রাঙ্গামাটির রাজস্থলীতে বজ্রপাতে নিক্কন তনচংগ্যা (১৮) নামের এক কলেজশিক্ষার্থী মারা গেছে। তিনি রাজস্থলী সরকারি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে। 

বিজ্ঞাপন

বুধবার (৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ১ নম্বর ঘিলাছড়ি ইউনিয়নের মৈত্রীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিক্কন তনচংগ্যা উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের মাঘাইনপাড়া এলাকার মুচুল্লাহ তনচংগ্যার ছেলে।

বিজ্ঞাপন

স্থানীয় কার্বারী শান্ত তনচংগ্যা বলেন, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় নিক্কন তার বাড়ির আঙিনায় দাঁড়িয়ে পা ধৌত করছিল। এ সময় তার ওপর বজ্রপাত হওয়ায় সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে মারা যায়। 

রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বিষয়টি নিশ্চিত বলেন, নিহতের খবর শুনেছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |