ঢাকাশনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

ধর্ষণের অভিযোগে ভুয়া সেনা সদস্য গ্রেপ্তার

রংপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ১৯ এপ্রিল ২০২৩ , ০৬:৪৩ এএম


loading/img
ছবি: সংগৃহীত

রংপুরের পীরগঞ্জে ধর্ষণের অভিযোগে আনিসার রহমান জীবন (২৮) নামে এক ভুয়া সেনা সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

গ্রেপ্তার আনিসার রহমান গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার বগ ছত্রগাছা গ্রামের আবদুল জলিল মিয়ার ছেলে।

বিজ্ঞাপন

মামলার বিবরণ থেকে জানা যায়, নিজেকে সেনা সদস্য পরিচয় দিয়ে পীরগঞ্জ উপজেলার লালদিঘী বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর সঙ্গে দুই বছর আগে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন জীবন। সেনা সদস্য হিসেবে প্রমাণ দিতে পোশাক পরে নিয়মিত ভিডিও কলে কথা বলতেন তিনি। বিয়ের প্রলোভনে নানার বাড়িতে নিয়ে ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করেন জীবন। বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দেয় মেয়ের পরিবারের লোকজন। পরে ঘটনাস্থল থেকে সেনা সদস্যের একসেট পোশাক, ব্যাগ, বুট জুতা ও ভুয়া আইডি কার্ডসহ জীবনকে আটক করে পুলিশ। এ ঘটনায় স্কুল ছাত্রীর বাবা পীরগঞ্জ থানায় মামলা করলে পুলিশ আনিসার রহমানকে গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠায়।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, আনিসার রহমান একজন লেগুনাচালক। ঢাকায় তার লেগুনায় কোনো এক সেনা সদস্য ভুলে পোশাকসহ ব্যাগ-জুতা ফেলে যায়। সেই পোশাক পরে বিভিন্ন স্থানে প্রতারণা করে আসছিল জীবন। তার নামে মামলা হলে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |