ঢাকাশনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

ঝিনাইদহে দশ মিনিটের ঝড়ে ধানসহ ফসলের ব্যাপক ক্ষতি

ঝিনাইদহ প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩ , ০৩:৪৪ পিএম


loading/img

ঝিনাইদহের মহেশপুরে ১০ মিনিটের কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ধান, কলা, ভুট্টাসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (২৭ এপ্রিল) রাতে শিলাবৃষ্টিতে উপজেলার দত্তনগর কৃষি ফার্মসহ অন্তত ৩০টি গ্রামের এক হাজার ৪০০ হেক্টর জমির বোরো ধানের ক্ষতি হয়েছে বলে নিশ্চিত করেছেন মহেশপুর উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন সুলতানা।

তিনি জানান, রাত সাড়ে ৯টার দিকে হালকা বাতাস শুরু হয়। ধীরে ধীরে ঝড়ো হাওয়ার সঙ্গে প্রথমে বৃষ্টি এবং পরে শিলাবৃষ্টিতে রুপ নেয়।

বিজ্ঞাপন

শিলাবৃষ্টিতে উপজেলার দত্তনগর ধানের বীজ উৎপাদন খামার, করিঞ্চা, বৈচিতলা, বেগমপুর, নওদাগা, বোয়ালিয়া, নস্তি, পাতিবিলা, স্বরূপপুর, কুশাডাঙ্গা, কুসুমপুর, আজমপুর, মদনপুর, গোপালপুর, রামচন্দ্রপুর, গাড়াবাড়িয়াড় আলামপুরসহ অন্তত ৩০টি গ্রামের উঠতি বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে।

মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী জানান, গতকাল রাতে কালবৈশাখী ঝড়ে মহেশপুর উপজেলার বিভিন্ন অঞ্চলে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। যেহেতু এটি একটি কৃষিনির্ভর উপজেলা, তাই কৃষকের ফসল বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এরমধ্যে দত্তনগর কৃষি ফার্মেও এই শিলাবৃষ্টিতে অনেক ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ইতোমধ্যে মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী, উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন সুলতানাসহ দত্তনগর ফার্মের আওতাধীন কুশাডাঙ্গা ফার্মের উপপরিচালক কৃষিবিদ রেজাউল করিম, গোকলনগর ফার্মের উপপরিচালক কৃষিবিদ জাহিদ হাসান, করিঞ্চা ফার্মের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, মুথরা ও পাতিলা এবং গোকলনগর ফার্মের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |