২৪ ঘণ্টার বাধ্যতামূলক ডিউটি থেকে মুক্তিসহ ৩ দফা দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত দপ্তরি কাম প্রহরীরা।
সোমবার (১ মে) সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
এতে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারী কল্যাণ সমিতি ঢাকা বিভাগের সভাপতি মো. মজিবুর রহমান বলেন, পৃথিবীর কোথাও প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরিদের ২৪ ঘণ্টা ডিউটি নেই। অথচ, আমাদের ২৪ ঘণ্টা ডিউটি করতে হচ্ছে। দিনে স্কুলের দপ্তরির কাজ এবং রাতে পাহারা দিতে হচ্ছে। বিগত ১০ বছর আমরা এভাবে ডিউটি করছি। পাশাপাশি দুই ঈদেই আমরা উৎসব বোনাস পাই না। বছরে আমাদের কোনো ছুটি নেই। এমনকি স্কুল বন্ধ থাকলেও আমাদের ডিউটি করতে হয়। তাই আজকে আমরা রাজপথে নেমেছি।
তাদের দাবি তিনটি হলো চাকরি জাতীয়করণ, ২৪ ঘণ্টার পরিবর্তে হাইকোর্টের রায় অনুযায়ী স্কুল টাইমে ডিউটির পরিপত্র জারি, বেতন ভাতা বৃদ্ধি এবং উৎসব ভাতা চালু করা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি সাধন কান্ত বারই, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মোল্লা ও উপসাংস্কৃতিক সম্পাদক রুবেল প্রমুখ।