ঢাকাশনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

মাদরাসা শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

টঙ্গী প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৪ মে ২০২৩ , ০৪:২২ পিএম


loading/img
ফাইল ছবি

গাজীপুরের টঙ্গীতে রাফি (১২) নামের এক মাদরাসা শিক্ষার্থীরা ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৪ মে) সকাল ৯টার দিকে টঙ্গীর মধ্য আরিচপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

রাফি পাবনা জেলার ঈশ্বরদী থানার পূর্ব টেংরি গ্রামের শহিদুল ইসলাম শহীদের ছেলে। 

বিজ্ঞাপন

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, রাফি টঙ্গী এলাকার ইবনে কাবা হাফিজিয়া মাদরাসার হেফজ বিভাগের ছাত্র। কয়েক মাস ধরে মাদরাসায় নিয়মিত যাতায়াত ছিল না রাফির। লেখাপড়ায় অমনোযোগী হওয়ায় পরিবারের সিদ্ধান্তে রাজধানীর উত্তরা এলাকার আল-হেরা হাফিজিয়া মাদরাসায় ভর্তি করা হয় তাকে। তবে ওই মাদরাসাটিতে লেখাপড়া করতে রাজি ছিল না রাফি। পরে বৃহস্পতিবার সকালে নিজবাসার একটি ফাঁকা কক্ষের সিলিংয়ের সঙ্গে গলায় রশি প্যাঁচানো রাফির ঝুলন্ত মরদেহ দেখতে পায় পার্শ্ববর্তী ভাড়াটিয়ারা। পরে পুলিশে খবর পাঠালে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যার ঘটনা বলে ধারণা করছে পুলিশ।

টঙ্গী পূর্ব থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম বলেন, পরিবারের লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহটি হস্তান্তর করা হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |