গাজীপুরের শ্রীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় রাহাত (৮) ও মাহিয়া আক্তার (৯) নামে দুই শিশু নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরও ছয়জন।
বৃহস্পতিবার (১৫ জুন) শ্রীপুর পৌর এলাকার মাওনা চৌরাস্তা এবং মাওনা-বরমী আঞ্চলিক সড়কের পল্লীবিদুৎ মোড়ে দুর্ঘটনাগুলো ঘটে।
নিহত রাহাত ময়মনসিংহ জেলার পাগলা থানার কুরচাই গ্রামের সাইফুল ইসলামের ছেলে এবং মাহিয়া আক্তার ময়মনসিংহের পাগলা থানার আমিনুল ইসলামের মেয়ে।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কংকন কুমার বিশ্বাস বলেন, সকালে ময়মনসিংহের পাগলা থানার কুরচাই গ্রামে যাওয়ার জন্য মায়ের সঙ্গে মাওনা চৌরাস্তায় নামে রাহাত। মা-ছেলে মহাসড়ক পার হওয়ার সময় কাভার্ডভ্যান রাহাতকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। হাইওয়ে পুলিশ তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, এ ঘটনায় কাভার্ডভ্যান চালক মো. ফারুককে (৩০) আটক করা হয়েছে। তিনি কুমিল্লা জেলার দেবিদ্বার থানার নিমদারচর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন বলেন, সকালে স্কুলে যাওয়ার পথে অটোরিকশা চাপায় মাহিয়া আক্তার নিহত হয়েছে। তার পরিবারকে থানায় যেতে বলা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।