ঢাকাশনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

বঙ্গবন্ধু সেতু সংযোগ সড়কে বেড়েছে যানবাহনের চাপ 

টাঙ্গাইল (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ২৬ জুন ২০২৩ , ০১:৫৫ পিএম


loading/img

ঈদকে সামনে রেখে বাড়ি ফিরতে শুরু করছে ঘরমুখো মানুষ। এর ফলে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ছোট-বড় পরিবহন কয়েক গুণ চাপ বৃদ্ধি পেয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (২৬ জুন) দুপুরে সরেজমিনে এই দৃশ্য দেখা যায়। 

সরেজমিনে গিয়ে জানা যায়, রোববার (২৫ জুন) ভোর ৬টা থেকে সোমবার (২৬ জুন) সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে মোট যানবাহন পারাপার হয়েছে প্রায় ৩০ হাজার যানবাহন। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৬৫ লাখ ৮৯ হাজার ৩০০ টাকা। এ ছাড়াও বঙ্গবন্ধু সেতু পূর্বে পারাপার হয় ১৪ হাজার ৯৭৬টি যানবাহন ও টোল আদায় হয় ১ কোটি ২৬ লাখ ৪১ হাজার ১৫০ টাকা এবং সেতু পশ্চিম অংশে ১৪ হাজার ৮৮১টি যানবাহন ও টোল আদায় হয় ১ কোটি ৩৯ লাখ ৪৮ হাজার ১৫০ টাকা।

বিজ্ঞাপন

এদিকে মহাসড়কের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব দুই লেনের ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহন দীর্ঘ লাইন চলাচলে ধীরগতি লক্ষ্য করা গেছে।

বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, ঈদ যাত্রায় যানবাহনের চাপ বৃদ্ধি পাচ্ছে। যানজট এড়াতে সেতু পূর্ব ও পশ্চিমে মোট ১৮টি বুথ টোল আদায় করা হচ্ছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |