মাদারীপুরে প্রকাশ্য দিবালোকে চলন্ত রিকশা থেকে নামিয়ে স্বামী-স্ত্রীকে পিটিয়েছে কিশোর গ্যাংয়ের সদস্যরা।
মঙ্গলবার (১৮ জুলাই) বিকেলে মাদারীপুর শহরের সৈয়দারবালী এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, বিকেলে মাদারীপুর শহরের সৈয়দারবালী এলাকা থেকে রিকশায় পুরাণবাজার যাচ্ছিল রাজমিস্ত্রি রুবেল শিকদার ও তার স্ত্রী সুমি আক্তার। পৌরসভার বটতলা এলাকায় এলে কিশোর গ্যাংয়ের বেশ কয়েকজন সদস্য তাদেরকে রিকশা থেকে নামিয়ে প্রথমে রুবেল ও তার স্ত্রীর ওপর হামলা চালায়। আশপাশের লোকজন ছুটে এলে পালিয়ে যায় হামলাকারীরা। পরে তাদেরকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় প্রত্যক্ষদর্শীদের ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছেন স্বজন ও এলাকাবাসী।
পুলিশ বলছে, ভিডিও বিশ্লেষণ করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আহত রুবেল শিকদার পেশায় রাজমিস্ত্রী, সে সৈদারবালী এলাকার হারুণ শিকদারের ছেলে, আর সুমি আক্তার পেশায় গৃহিণী।
প্রত্যক্ষদর্শীর ধারণ করা ভিডিওতে দেখা যায়, ১৫ থেকে ২০ জন কিশোর এক যুবককে বেদম মারধর করছে। তার সঙ্গে এক নারী বাধা দিতে গেলে তাকেও পিটিয়ে আহত করা হয়। মার্কেটে কেনাকাটা করতে যাবার পথে হামলার শিকার হন স্বামী-স্ত্রী।
আহত সুমি আক্তার বলেন, পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।
মাদারীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. জাহিদ আরেফিন বলেন, আহত রুবেলের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর আহত সুমিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. আলাউল হাসান বলেন, হামলার একটি ভিডিও পুলিশের হাতে এসেছে। বিষয়টি বিশ্লেষণ করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় জড়িতদেরকে আইনের আওতায় আনা হবে।