ঢাকারোববার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

পানিতে ডুবে প্রাণ গেল ২ বোনের 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ০৯ সেপ্টেম্বর ২০২৩ , ১১:৪৮ পিএম


loading/img
ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। 

বিজ্ঞাপন

শনিবার (৯ সেপ্টেম্বর) বিকেলে ৩টায় উপজেলার লাউর ফতেপুর ইউনিয়নের বারিখলা গ্রামে এ ঘটনা ঘটে। 

মৃতরা হলো মাইশা আক্তার (৭) ও তার বোন রাইসা আক্তার (৫)। তারা ওই গ্রামের সিঙ্গাপুরপ্রবাসী মো. ফয়জুল্লাহর মেয়ে।

বিজ্ঞাপন

লাউর ফতেপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) মো. হাবিব গণমাধ্যমকে বলেন, সকালে দুই সন্তানকে বাড়িতে দাদির কাছে রেখে বাজারে যান মা। বাজার থেকে ফিরে তাদের খুঁজে পাচ্ছিলেন না। বিকেল ৩টার দিকে বাড়ির পুকুরে তাদের লাশ ভেসে ওঠে। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমেছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |