ঢাকাশনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

রাজধানীতে ২ জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আরটিভি নিউজ

রোববার, ১০ সেপ্টেম্বর ২০২৩ , ১০:৫৭ এএম


loading/img
ছবি : সংগৃহীত

রাজধানীর শান্তিনগর ও পলাশপুর থেকে মো. খালেদুজ্জামান (৩৯) ও নাজমুন নাহার সাথী (২৬) নামে দুজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। 

বিজ্ঞাপন

শনিবার (৯ সেপ্টেম্বর) মধ্যরাতে পরিবারের লোকজন অচেতন অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক খালেকুজ্জামানকে রাত ১২টায় ও নাজমুন নাহার সাথীকে ১টার দিকে মৃত ঘোষণা করেন। 

খালেকুজ্জামানকে হাসপাতালে নিয়ে আসেন তার খালাত ভাই তোফায়েল আহমেদ। তিনি বলেন, আমার ভাই বাসাতেই থাকতেন। তার মা অসুস্থ হয়ে একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। এ নিয়ে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। কোনো কিছু বুঝে ওঠার আগেই রুমে গিয়ে গলায় ফাঁস দেন। পরে আমরা তাকে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

অন্যদিকে, কদমতলীর পলাশপুর এলাকার একটি বাসা থেকে নাজমুন নাহার সাথীকে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেওয়া অবস্থা থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান তার ভাই আব্দুল লতিফ। 

তিনি বলেন, আমরা বাসায় গিয়ে জানতে পারি বোন সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়েছেন। আমার বোনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক বোনকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, আমার বোন ফাঁসি দিয়েছে এটা আমাদের বিশ্বাস হচ্ছে না। আমরা এ মৃত্যুর সঠিক তদন্ত চাই। 

বিজ্ঞাপন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, মরদেহ দুটির ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |