ঢাকাশনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

নৌকার ধাক্কায় পর্যটকবাহী স্পিডবোট থেকে শিশু নিখোঁজ

আরটিভি নিউজ

শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩ , ১০:৪৬ এএম


loading/img
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের মিঠামইনে মাছ ধরার নৌকার সঙ্গে পর্যটকবাহী স্পিডবোটের ধাক্কায় ৪ বছরের এক শিশু নিখোঁজ হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টার দিকে নবনির্মিত বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাসের পশ্চিম পাশের ঘোড়াউত্রা নদীতে এ ঘটনা ঘটে।

নিখোঁজ শিশু হুসরাতুল জান্নাত বুশরা (৪) জেলার ভৈরব উপজেলার ভৈরবপুর এলাকার নাসির উদ্দিনের মেয়ে। কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজার গিফারী এসব তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি জানান, শুক্রবার রাতে কিশোরগঞ্জ জেলার মিঠামইন থেকে ১৪ জন পর্যটক নিয়ে একটি স্পিডবোর্ড করিমগঞ্জ উপজেলার বালিখলার দিকে যাত্রা করে। পথে রাত সাড়ে ৭টার দিকে বীরমুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাস এলাকার পশ্চিম পাশের ঘোড়াউত্রা নদীতে মাছ ধরার নৌকার ধাক্কায় ডুবে যায়। স্পিডবোটে থাকা ১৪ জন যাত্রীর মধ্যে ১৩ জন সাঁতারিয়ে সেনানিবাসের ঘাটে উঠলেও চার বছর বয়সী শিশু হুসরাতুল জান্নাত বুশরা ডুবে নিখোঁজ হয়। নিখোঁজ শিশুটিকে উদ্ধারের মিঠামইন ফায়ার সার্ভিসের কার্যক্রম অব্যাহত রয়েছে। এ ছাড়াও কিশোরগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের ৫ সদস্যের একটি ডুবুরি দল নিকলি ফায়ার স্টেশনে অবস্থান করছে। সকালে তারা উদ্ধার অভিযান চালাবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |