ঢাকাশনিবার, ২২ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১

ট্রাকচাপায় মামি-ভাগনে নিহত

আরটিভি নিউজ

শনিবার, ২১ অক্টোবর ২০২৩ , ১১:০২ এএম


loading/img
ছবি : সংগৃহীত

ময়মনসিংহের নান্দাইলে ট্রাকচাপায় মামি-ভাগনে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

বিজ্ঞাপন

শুক্রবার (২০ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের উপজেলার কাউয়ারগাতী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার শেরপুর ইউনিয়নের দক্ষিণ শেরপুর গ্রামের নুরুল ইসলামের মেয়ে শামসুন্নাহার আক্তার (৩৫) ও একই এলাকার আব্দুল হান্নানের ছেলে হৃদয় মিয়া (২৮)।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, শামসুন্নাহার তার ভাগনে হৃদয় মিয়াকে সঙ্গে নিয়ে অটোরিকশাযোগে কিশোরগঞ্জ থেকে নান্দাইল চৌরাস্তার দিকে যাচ্ছিলেন।  পরে কাউয়ারগাতী এলাকায় পৌঁছাতেই কিশোরগঞ্জগামী একটি ট্রাক অটোরিকশাটি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শামসুন্নাহার ও হৃদয় মিয়া মারা যান।

হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। আহত একজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |