ঢাকাশনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩ , ১০:৫৫ পিএম


loading/img
নিহত শওকত। ছবি: সংগৃহীত

কক্সবাজারে পারিবারিক বিরোধে বড় ভাইয়ের হাতে শওকত আলম (৩২) নামে ছোট ভাই খুন হয়েছেন। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রাতে শহরের দক্ষিণ রুমালিয়ার ছড়ার টেকনাইফ্যা পাহাড়ে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি ওই এলাকার মোহাম্মদ হামিদ ওরফে বাইল্ল্যা মিস্ত্রির ছেলে।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, জমির বিরোধ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বড় ভাই মালেক কিরিচ দিয়ে ছোট ভাই শওকতকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে এলাকার লোকজন তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে রেফার করেন। চট্টগ্রাম যাওয়ার পথে মৃত্যুর কোলে ঢলে পড়ে শওকত। ঘটনার পর থেকে মালেক পলাতক রয়েছে।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তদের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |