ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে আখাউড়া থানা পুলিশ।
শুক্রবার (১ ডিসেম্বর) দুপুরের দিকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসাদুল ইসলাম। এর আগে পুলিশের ২৪ ঘণ্টায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ধরখার ইউনিয়নের বনগজ এলাকায় থেকে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক করা হয়। এ সময় মাদক বহনকারী একটি ব্যাটারিচালিত ইজিবাইক জব্দ করা হয়।
আটক মাদক ব্যবসায়ী হলেন উপজেলার রামধননগর এলাকার মো. লিটন মিয়ার ছেলে মো. সানি মিয়া (১৯) এবং একই এলাকার আব্দুল করিম মিয়ার ছেলে মো. আমিন মিয়া (১৯)।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসাদুল ইসলাম জানান, পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে গোপন সংবাদ পেয়ে তাদেরকে আটক করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।