রাজশাহী-৪ (বাগমারা) আসনের স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হকের গাড়ি বহরে হামলার অভিযোগ উঠেছে নৌকা প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে।
রোববার (২৪ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলার কালিয়াতলা এলাকায় এ ঘটনা ঘটে।
এতে স্বতন্ত্র প্রার্থী এনামুল হকের দুই সমর্থক আহত হয়েছেন বলে জানা গেছে। তাদের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান এমপি এনামুল হক বলেন, আজ দুপুরের পর থেকে বাগমারার বিভিন্ন স্থানে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগ করি আমি। গণসংযোগ শেষে রাতে বাড়ি ফেরার পথে কালিয়াতলা এলাকায় গাড়ি পৌঁছালে একদল যুবক নৌকা নৌকা স্লোগান দিয়ে আমার গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে আমার দুই সমর্থক গুরুতর আহত হয়। তাদের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফ জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, নির্বাচন নিয়ে বাগমারায় উত্তেজনা দেখা দেওয়ায় দুই প্রার্থীর সঙ্গেই গ্যানমান বরাদ্দ দিয়েছেন রাজশাহীর রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শামীম আহমেদ।