• ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১
logo

মেঘনায় জাহাজের ধাক্কায় নৌকা ডুবে জেলে নিখোঁজ 

স্টাফ রিপোর্টার (চাঁদপুর), আরটিভি নিউজ

  ০১ জানুয়ারি ২০২৪, ১১:৫৮
মেঘনায় জাহাজের ধাক্কায় নৌকাডুবে জেলে নিখোঁজ 
রাসেল শিকদার। ছবি : সংগৃহীত

পণ্যবাহী জাহাজের ধাক্কায় চাঁদপুরের হাইমচরে নৌকাডুবে এক জেলে নিখোঁজ হয়েছে। নিখোঁজ হওয়া জেলে হাইমচরের নীলকমল ইউনিয়নের ৫নং ওয়ার্ড ইউপি সদস্য দাদন শিকদারের ছোট ভাই রাসেল শিকদার।

রোববার (৩১ ডিসেম্বর) রাতে হাইমচর উপজেলায় মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নীলকমল ইউনিয়নের ৫নং ওয়ার্ড ইউপি সদস্য দাদন শিকদার জানান, মাছ ধরার জন্য তার ছোট ভাই রাসেল নৌকা নিয়ে মেঘনা নদীতে যান। রাসেলের সঙ্গে সেই নৌকায় দেলোয়ার নামের আরেক জেলে ছিলো। রাতের অন্ধকারে একটি জাহাজ তাদের নৌকাকে ধাক্কা দিলে নৌকাডুবে যায়। তবে সেসময় দেলোয়ার টর্চলাইটের ইশারা দিলে অন্য একটি নৌকা তাকে উদ্ধার করে। রাসেলকে তারা খুঁজে পায়নি। সে এখনো নিখোঁজ রয়েছে।

নীলকমল ইউপি চেয়ারম্যান সাউদ আল নাছের জানান, ইউপি সদস্য দাদন শিকদারের ছোট ভাই নদীতে মাছ ধরতে গিয়ে জাহাজের ধাক্কায় নৌকাডুবে নিখোঁজ হয়। তাকে নদীতে অনেক খোঁজাখুঁজি করার পরেও খুঁজে পাওয়া যায়নি।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নওগাঁয় দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২
ফরিদপুরে মাইক্রোবাসে ট্রেনের ধাক্কা, নিহত ৫
আমাকে ঘাড়ধাক্কা দিয়ে বের করা হয়: ইমন চক্রবর্তী
দেশে ফিরলেন ভারত থেকে মুক্তি পাওয়া ৯০ জেলে ও নাবিক