ঢাকামঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

টাঙ্গাইলে পিকআপ ভ্যানের ধাক্কায় নির্মাণ শ্রমিক নিহত

টাঙ্গাইল (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৪ , ০৬:৫৫ পিএম


loading/img
ছবি : আরটিভি

টাঙ্গাইলের কালিহাতীতে পিকআপ ভ্যানের ধাক্কায় ইদু মিয়া (৫৫) নামের এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। 

বিজ্ঞাপন

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়কের উপজেলার রাজাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত ইদু মিয়া টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ গ্রামের মৃত সাইদ আলীর ছেলে।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন এলেঙ্গা পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান।

তিনি জানান, সন্ধ্যায় কালিহাতী থেকে নির্মাণ সামগ্রী ও কয়েকজন শ্রমিক নিয়ে একটি পিকআপ ভ্যান টাঙ্গাইলের দিকে যাচ্ছিল। ওই পিকআপ ভ্যানটি টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়কের কালিহাতী উপজেলার  রাজাবাড়ি নামকস্থানে পৌঁছালে অপর একটি পিকআপ ভ্যান পেছন থেকে ধাক্কা দেয়। এতে সামনের পিকআপ ভ্যানের ওপরে বসে থাকা নির্মাণ শ্রমিক ইদু মিয়া নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |