ঢাকা

চাঁদপুরে ফুটপাত দখল করায় ১৪ ব্যবসায়ীকে অর্থদণ্ড

স্টাফ রিপোর্টা (চাঁদপুর), আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৪ , ১০:৫৯ পিএম


loading/img
ছবি : আরটিভি

চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের মহামায়া বাজারে অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করায় ১৪ ব্যবসায়ীকে ৩১ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়ক-সংলগ্ন ওই বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হেদায়েত উল্লাহ।

তিনি বলেন, মহামায়া বাজারে পথচারী ও যানবাহন চলাচল নির্বিঘ্ন করতে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে দেখা যায় অধিকাংশ ব্যবসায়ী ফুটপাতের ওপর তাদের দোকানের কিছু পণ্য সামগ্রীর পসরা সাজিয়ে বসেছেন। অবৈধ দখলের সঙ্গে জড়িত ১৪ জন ব্যবসায়ীকে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইনে ৩১ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়েছে।

বিজ্ঞাপন

ভ্রাম্যমাণ আদালত চলাকালীন সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় ইউনিয়ন পরিষদের সচিব রোকনুজ্জামান উপস্থিত ছিলেন। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |