ঢাকারোববার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

মস‌জি‌দে নামাজ পড়তে এসে মুসল্লির মৃত্যু

নওগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৪ , ১২:৩৩ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

নওগাঁয় মস‌জি‌দে নামাজ পড়‌তে এসে এক মুসল্লির মৃত্যু হ‌য়ে‌ছে। 

বিজ্ঞাপন

রোববার (১৮ ফেব্রুয়ারি) রাত ৭টা ৫০ মিনিটে নওগাঁ সদর উপজেলার মডেল জামে মসজিদে এ ঘটনা ঘটে।

ওই মুসল্লির নাম আলহাজ্ব রফিকুল ইসলাম বেলাল (৭০)। পেশায় ব্যবসায়ী। তিনি নওগাঁ পৌরসভার ৭নং ওয়ার্ডের হোটেল রাজ এলাকার মৃত তাহের উদ্দিনের ছেলে।

বিজ্ঞাপন

নিহ‌তের স্বজন‌দের সূ‌ত্রে জানা গে‌ছে, রফিকুল ইসলাম বেলাল হার্টের রোগী ছি‌লেন।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় রফিকুল ইসলাম বেলালের ভায়রা ভাই রফিকুল হাসান বলেন, ‘প্রতিদিনের মতো রোববার এশার  নামাজ পড়তে মসজিদে যায়। এ সময় এশার ফরজ নামাজ পড়ার আগ মুহূর্তে মাটিতে লুটিয়ে পড়ে। পরে মসজিদের অন্যান্য মুসল্লিরা তাকে মৃত দেখতে পান।’

রফিকুল ইসলাম বেলাল ২ সন্তা‌নের জনক ব‌লেও জানান তি‌নি।

বিজ্ঞাপন

মস‌জি‌দের ইমাম ও খতিব হাফেজ মওলানা আনোয়ার হোসেন বলেন, ‘এশার নামাজের আগ মুহূর্তে মসজিদের মে‌ঝে‌তে লুটিয়ে পড়েন। প‌ড়ে ক‌য়েকজন মুসল্লিসহ উদ্ধার কর‌তে গে‌লে তা‌কে মৃত অবস্থায় পাওয়া যায়।’

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |