ঢাকাবুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১

গাজীপুর মহানগর যুবলীগের ৬ ওয়ার্ডে আহ্বায়ক কমিটি ঘোষণা

আরটিভি নিউজ

বুধবার, ০৮ মে ২০২৪ , ০৯:১৪ এএম


loading/img
ছবি : সংগৃহীত

গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের ছয়টি ওয়ার্ডে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। 

বিজ্ঞাপন

সোমবার (৬ মে) বিকেলে যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়ার নির্দেশ দেন।

গাজীপুর মহানগর আওতাভুক্ত ২, ২০, ৩২, ৪১, ৪৯ ও ৫১ নম্বর ওয়ার্ডের কমিটি দেওয়া হয়েছে। এই কমিটির চিঠিতে স্বাক্ষর করেন গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক মো. কামরুল আহসান সরকার রাসেল, যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম, সুমন আহমেদ শান্ত বাবু ও মো. আলমগীর হোসেন।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক মো. কামরুল আহসান সরকার রাসেল জানান, সোমবার বিকেলে যুবলীগের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের অনুমতিক্রমে ছয়টি ওয়ার্ডের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। 

তিনি বলেন, প্রতিটি কমিটিতে একজন করে আহ্বায়ক ও তিনজন করে যুগ্ম আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী ৯০ দিনের মধ্যে ওই কমিটিগুলো পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |