ঢাকারোববার, ০৬ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১

সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে প্রাণ গেল ২ জনের 

বগুড়া প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪ , ০৯:১০ পিএম


loading/img
ফাইল ছবি

বগুড়ার শাজাহানপুরে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে বড়ুয়া বাশফোড় (৪৫) ও লাঠিয়াল বাশফোড় (৪০) নামে দুজনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৩ মে) বিকেলে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।

মৃত বড়ুয়া বাশফোড় বগুড়া সদরের চকসুত্রাপুর হরিজন কলোনি এলাকার বাচুয়া বাশফোড়ের ছেলে এবং লাঠিয়াল বাশফোড় একই এলাকার ভাগিলাল বাশফোড়ের ছেলে।

বিজ্ঞাপন

শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। সেপটি ট্যাংকের বিষাক্ত গ্যাসে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |