শ্রীমঙ্গলে ২০ কেজি ওজনের অজগর সাপ উদ্ধার
শ্রীমঙ্গলের দক্ষিণ লামুয়া গ্রামে গরুর ঘর থেকে বিশালাকৃতির একটি অজগর সাপ উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। পরে এটিকে বন্যপ্রাণী কার্যালয়ে হস্তান্তর করা হয়।
রোববার (৯ জুন) শ্রীমঙ্গল উপজেলার লামুয়া গ্রামের হাসান মিয়ার বাড়ির গোয়াল ঘরের ভেতর থেকে সাপটি উদ্ধার করে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
এ বিষয়ে শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশের পরিচালক স্বপন দেব সজল জানান, দক্ষিণ লামুয়া গ্রামের হাসান মিয়ার গরুর ঘরের চালের মধ্যে একটি বিশালাকৃতির অজগর সাপ দেখতে পেয়ে বাড়ির লোকজন আতংকিত হয়ে পড়েন। পরে ঘটনাটি বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে জানালে তিনি রোববার বিকেল ৩টায় ঘটনাস্থল থেকে সাপটি উদ্ধার করে নিয়ে আসেন।
স্বপন দেব আরও জানান, পরে সাপটিকে শ্রীমঙ্গলে অবস্থিত বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কার্যালয়ে হস্তান্তর করা হয়। সাপটির ওজন প্রায় ২০ কেজি এবং দৈর্ঘ্যে প্রায় ১৩ ফুট।
বন্যপ্রাণী বিভাগের ওয়াইল্ডলাইফ রেঞ্জার মো. শহিদুল ইসলাম বলেন, সাপটি অক্ষত ও সুস্থ রয়েছে। সাপটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে ছেড়ে দেওয়া হবে।
মন্তব্য করুন